উন্নয়ন
দেশেই তৈরি হচ্ছে মাদারবোর্ড
ডিজিটাল ডিভাইসের অপরিহার্য অনুষঙ্গ মাদারবোর্ড এখন দেশেই তৈরি হচ্ছে। বর্তমানে টু লেয়ারের মাদারবোর্ড তৈরি হলেও শিগগিরই মাল্টিলেয়ারের মাদারবোর্ড দেশেই তৈরি হবে। একাধিক প্রতিষ্ঠান দেশেই মাদারবোর্ড তৈরি করবে। এরই মধ্যে ওয়ালটন মাদারবোর্ড উৎপাদন শুরু করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিজিটাল ডিভাইসের অপরিহার্য অনুষঙ্গ মাদারবোর্ড এখন দেশেই তৈরি হচ্ছে। বর্তমানে টু লেয়ারের মাদারবোর্ড তৈরি হলেও শিগগিরই মাল্টিলেয়ারের মাদারবোর্ড দেশেই তৈরি হবে। একাধিক প্রতিষ্ঠান দেশেই মাদারবোর্ড তৈরি করবে। এরই মধ্যে ওয়ালটন মাদারবোর্ড উৎপাদন শুরু করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মতো ডিজিটাল ডিভাইসের মূল উপকরণ হলো সার্কিট বোর্ড বা পিসিবি। মাদারবোর্ডকে কখনও কখনও মেইনবোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়। তবে ম্যাকিনটোশ কম্পিউটারের বেলায় এটিকে লজিকবোর্ড বলা হয়ে থাকে। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সব যন্ত্রাংশকে একে-অপরের সঙ্গে সংযুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে ডিজিটাল ডিভাইসের বাজার দখল করতে হলে মাদারবোর্ড তৈরির কোনও বিকল্প নেই। বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং দেশের প্রযুক্তি বাজার নিজেদের দখলে রাখতে হলে মাদারবোর্ড উৎপাদনে যেতে হবে। মাদারবোর্ড দেশে তৈরি করা গেলে সংশ্লিষ্ট ডিজিটাল ডিভাইসের দামও কমবে।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,