উন্নয়ন
অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সাত ধাপ এগুলো বাংলাদেশ
সারা বিশ্বে অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে বাংলাদেশ এখন ১২১তম অবস্থানে । মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৯ এ সাত ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

সারা বিশ্বে অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে বাংলাদেশ এখন ১২১তম অবস্থানে । মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৯ এ সাত ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
এই তালিকায় ২০১৮ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ১২৮ তম। হেরিটেজ ফাউন্ডেশনের দেয়া তথ্যমতে, ২০১৯ সালের সূচকে ৫৫ দশমিক ৬ শতাংশ স্কোর পেয়েছে বাংলাদেশ। আগের বছর এই স্কোর ছিলো ৫৫ দশমিক ১।
দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে। ভারতের অবস্থান ১২৯তম, এর দুইধাপ নিচে ১৩১তম অবস্থান আছে পাকিস্তান। এ ছাড়া নেপাল ১৩৬ তম ও শ্রীলঙ্কার ১১৫তম। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৭তম।
তবে প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়, সার্বিকভাবে বাংলাদেশের স্কোর আঞ্চলিক ও বৈশ্বিক গড় স্কোরের চেয়ে কম।
অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৯
বলা হয়,