উন্নয়ন
সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে বাড়ছে ছাদবাগান
রাজধানীর বেশিরভাগ ভবনের ছাদ পড়ে আছে ফাঁকা। তবে সাম্প্রতিক সময়ে এসব ছাদ সবুজ করে তুলতে আগ্রহ বাড়ছে নগরবাসীর। ছাদবাগানে উৎসাহ দিতে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আবার নগরের ভবনের ছাদ সবুজ করতে কর ছাড় দিচ্ছে সিটি কর্পোরেশনও।

রাজধানীর বেশিরভাগ ভবনের ছাদ পড়ে আছে ফাঁকা। তবে সাম্প্রতিক সময়ে এসব ছাদ সবুজ করে তুলতে আগ্রহ বাড়ছে নগরবাসীর। ছাদবাগানে উৎসাহ দিতে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আবার নগরের ভবনের ছাদ সবুজ করতে কর ছাড় দিচ্ছে সিটি কর্পোরেশনও।
জানা গেছে, নগরীর ছাদ বাগানে ফল, ফুলের গাছ যেমন আছে তেমনি আছে সবজি এবং ঔষধি গাছ। ক্যাকটাস, বনসাই, অর্কিড ও দেশীয় ফুলের সহাবস্থান কল্যাণপুরের মিতুল-মিন্তি দম্পতির বাড়িতে। বাদ যায়নি ছাদের কার্নিশ, বারান্দা, এবং সিঁড়িও। বাড়ির মালিক ছাড়াও যারা ভাড়া বাসায় থাকেন অথবা সরকারি কোয়ার্টারে তাদের অনেকেই ছাদে গাছ লাগাতে আগ্রহী হয়ে উঠছেন।
রাজধানীর কল্যাণপুরের মিতুল-মিন্তি দম্পতি তাদের বাসার ছাদে সব রকমের গাছই লাগিয়েছেন। তাদের এই ছাদ বাগানে ঔষধি গাছের মধ্যে আছে থানকুনি, তুলসী, তিন রকমের পুদিনা, অ্যালোভেরাসহ অনেক কিছু। ফলের মধ্যে রয়েছে দুই রকমের আম, তিন রকমের পেয়ারা, মালবেরি, ড্রাগন ফ্রুট, থাই জামরুল, মালটা, লেবুসহ আরো অনেক ধরনের ফল গাছ। মসলার মধ্যে রয়েছে অরিগানো, দারুচিনি, কারিপাতা, তেজপাতা, চুই এবং পোলাও পাতা। সবজির মধ্যে আছে ফুলকপি, চেরি টমেটো, স্কোয়াস, চায়না ক্যাবেজ, চায়না সুপারলিফ, চায়না লেটুস, বিভিন্ন ধরনের শাক, গাজরসহ আরো অনেক সবজি। এ রকম বাগান করার কারণ তুলে ধরে বিন্তি বলেন,