বাংলাদেশ
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে কারো কাছে জনবল নিয়োগে অনিয়ম সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কোনো অভিযোগ থাকলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আগামী ২২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, অভিযোগ প্রেরণের ঠিকানা : ড. শাফী মো. মোস্তফা, সদস্য সচিব, জনবল নিয়োগ পর্যালোচনা কমিটি, রুম নম্বর : ৫০০৮, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ইমেইল : shafi@du.ac.bd।
আজকাল/২৬সেপ্টেম্বর২৫/এজে
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
