বাংলাদেশ

মঠবাড়িয়ায় ৭৭টি পূজা মণ্ডপে তারেক রহমানের নির্দেশে এআর মামুন খানের প্রায় ৪ লাখ টাকা অনুদান

এআর মামুন খান ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭৭টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা দেন।
17588653181648664.jpg
মঠবাড়িয়ায় ৭৭টি পূজা মণ্ডপে তারেক রহমানের নির্দেশে এআর মামুন খানের প্রায় ৪ লাখ টাকা অনুদান | ফাইল ছবি

নিউজ ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৫
Fallback Advertisement

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭৭টি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান।

 

বৃহস্পতিবার  (২৫ সেপ্টেম্বর) মঠবাড়িয়া উপজেলা মিলনায়তনে এই অনুদান বিতরণ করা হয়। 

 

মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের  সভাপতিত্বে ও মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রণব রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির  সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির, মঠবাড়িয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, মঠবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, মঠবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এমরান মুন্সি, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল নেতা বায়জিদ আহমেদ সাব্বির প্রমুখ।

 

এসময়ে মঠবাড়িয়া দক্ষিণ বন্দর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবু সাওজাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায় সাধুবাদ জানাই। এই আর্থিক অনুদানে কিছুটা হলেও আমরা উপকৃত হবো।

 

বিএনপি নেতা এআর মামুন খান বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি বছরের ন্যায় মঠবাড়িয়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সামান্য কিছু উপহার প্রদান করেছি। আমি হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি।

আজকাল/২৬সেপ্টেম্বর২৫/এজে

শেয়ার

Releted News

test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByFlixza Global