যুক্তরাষ্ট্র
দর্শকদের তুমুল চাহিদা; যুক্তরাষ্ট্রে ২য় সপ্তাহে শাকিবের বরবাদ

যুক্তরাষ্ট্রে গেল ১৭ এপ্রিল রিলিজের পর থেকে অভূতপূর্ব দর্শকসাড়া মিলেছে। বাংলা চলচিত্র জনপ্রিয় নায়ক শাকিব খানের বরবাদ যুক্তরাষ্ট্রে ১ম সপ্তাহে মহাসমারোহে চলার পর এবার দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।
এসকে ফিল্মস ইউএসএ'এ সিইও বদরুদ্দোজা সাগর জানান 'প্রথম সপ্তাহের ব্যাপক সাড়ার পর ২য় সপ্তাহেও নিউইয়র্ক, বাফেলো, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়াতে বরবাদ প্রদর্শিত হবে।'
নিউইয়র্কে থেকে শাকিব খানের বিভিন্ন আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো টপ শাকিব ফ্যান ফারজানা দর্শকদের এমন উপচে পড়া ভিড় খুব কাছ থেকে দেখেছেন। বরবাদের গল্প ও সিনেমাটোগ্রাফির প্রশংসা করে তিনি বলেন 'এমন একটি সিনেমাতে শাকিব ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না,। 'শাকিবের অভিনয় দেখার জন্য যতগুলো হলে গিয়েছে বরবাদ'এর জন্য মানুষের প্রশংসায় মুগ্ধ হয়েছি।'
উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খান ছাড়াও বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ইধিকা পল, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত প্রমুখ।
জেআই