বাংলাদেশ

ইউনূস-মোদি বৈঠক শুক্রবার

শুক্রবার বিমসটেক সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
17436269944101325.jpg
ইউনূস-মোদি বৈঠক শুক্রবার | ফাইল ছবি

আজকাল অনলাইন

২ এপ্রিল, ২০২৫
Fallback Advertisement

 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ থেকে শুরু হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি জানিয়েছেন। আগামীকাল শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথাও জানিয়েছে সূত্রটি।

গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচ্য বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বৈঠকের জন্য আমরা সরকারিভাবে অনুরোধ করেছি। বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

খলিলুর রহমান বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে বলেন, এই সম্মেলনের শেষের দিন বিমসটেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে অর্পিত হবে। এরপর থেকে বিমসটেকের কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করবে বাংলাদেশ। সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ছাড়া দুটি চুক্তি সমঝোতা স্মারক সইয়ের সময় তিনি উপস্থিত থাকবেন।

এদিকে সরকারি বার্তা সংস্থা বাসসও এই দুই নেতার বৈঠকের খবর প্রকাশ করেছে।

থেকে এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের আগস্ট আওয়ামী লীগ উৎখাতের পর নোবেল জয়ী ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর দুই দেশের সম্পর্ক ঘিরে টানাপোড়েন চলছে। গত সাত মাসে দুই নেতা মুখোমুখি হননি।  সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবেশি দুই দেশের দুই প্রধান যোগ দিলেও তাঁদের দেখা হয়নি। তবে, দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূসকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। এছাড়া গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে চিঠি পাঠিয়েছিলেন মোদি।

 

 

শেয়ার

Releted News

No featured items for this category.
test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByFlixza Global