বাংলাদেশ
দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেন মরণফাঁদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একই স্থানে টানা দুদিনে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০২ এপ্রিল) যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এর আগে ঈদের দিন সোমবার (৩১ মার্চ) দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে এমন প্রশ্নের জবাবে ওসি মো. আরিফুর রহমান কালবেলাকে বলেন, মূলত লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া দুর্ঘটনাস্থলে একটি বাঁক রয়েছে। অন্যদিকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে একের পর এক হতাহতের ঘটনা ঘটছে বলেও জানান তিনি।
কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
সর্বশেষ বাস-মাইক্রোবাস দুর্ঘটনা নিয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়। হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
জানা যায়, দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। আহতরা স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন আছেন।