সারা বাংলা
ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক নাছির উদ্দিন ডলারে বিরুদ্ধে।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ১১জন মেম্বর গত মঙ্গলবার ইউএনও অফিসে যান জেলেদের চাল ছাড়াতে। এই খবর শুনে নাছির ডলার কয়েকজন নিয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে মেম্বারদের জেরা করতে থাকেন। কেন তারা চালের ছাড়পত্র নিতে এসেছেন। এক পর্যায়ে ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেককে চড় থাপ্পর মারতে শুরু করেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়। পরে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে অনুরোধও করেন।
জেলেরা জানান, এর আগে যখন চাল এসেছে ইউপি সদস্যদের ভয়ভীতি দেখিয়ে পরিষদে যেতে দেয়নি নাছির ডলারসহ বিএনপি নেতারা। সেই চাল তারা জেলেদের না দিয়ে আত্মসাৎ করেন। এবারো তারা চেয়েছিলো নিজেরা ইউএনও অফিস থেকে চাল এনে নিজেরা বন্টন করে নিতে।
সমাজসেবার একটি সূত্র জানায়, ৫ আগস্টের পর এতিমদের জন্য দুম্বার মাংস আসে উপজেলায়। দৈনিক আমার দেশ পত্রিকার প্রভাব খাটিয়ে অস্তিত্বহীন একাধিক প্রতিষ্ঠানের নাম দিয়ে দুম্বার মাংস নিয়ে যান নাছির উদ্দিন ডলার। অপকর্মের দায়ে বিএনপি থেকে বহিস্কৃত নেতা রুহুল আমিন দুলালের অনুসারী তিনি।
আজকাল/আজা