নিউইয়র্ক
নতুন প্রজন্মকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঠিক ইতিহাস জানতে হবে: খোকন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডেলওয়ার কাউন্টি, পেনসিলভেনিয়া স্টেট এর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঠিক ইতিহাস জানানোর বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে।
রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা ক্লাব পার্টি সেন্টারে বিকাল ৫ টায় প্রধান অতিথি হিসেবে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয় দিবসের সঠিক ইতিহাস নিয়ে সকলের নিয়মিত আলোচনা হওয়া দরকার।
এদিকে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া স্টেট বিএনপি’র সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শাহ ফরিদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একসাথে একযোগে কাজ করতে হবে। বক্তব্য শেষে ডেলওয়ার কাউন্টি নবনির্বাচিত কমিটির নামও ঘোষণা করেন তিনি।
নবনির্বাচিত কমিটির সভাপতি হাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে এবং ডেলওয়ার কাউন্টি বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহিদুন্নবী রুকুর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি’র উপদেষ্টা মোশারফ মোল্লা এবং দোয়া পরিচালনা করেন, মন্টগোমারী কাউন্টির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিএনপি’র বিজয় দিবস উদযাপনে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপির নেতৃত্ববৃন্দ।
সিএম