বিনোদন
সাইফুর'সের ইংরেজি আত্মবিশ্বাস পরীক্ষার চ্যালেঞ্জ
চলতি পথের সদা ইউনিফর্ম ছেড়ে রঙিন পোশাকে শিক্ষার্থীর ব্যাগে উঁকি দেয় একখানা ইংলিশ ভোকাবুলারির হলুদ বই। স্কুলের সামনে ছুটির ঘন্টার অপেক্ষায় থাকা মায়ের হাতেও থাকে বইটা। চকচকে কর্পোরেটের ঝকঝকে আফিসে সাইফুিরস এর বই কখোনো সুপ্রভাত জানায় ক্লান্তিকে। কেউ কখোনো জানতেই পারে না দিনের অংশ হয়ে সাইফুরস এর বই গুলোর আধিপত্য আছে ঠিক কতোখানি!
দিন বদলেছে, বদলেছে সময়। নতুন প্রজন্মের কল্পনার দেয়ালে সৃষ্টি হয়েছে নতুনত্বের গল্প! উন্মোচিত হয়েছে সামনে এগিয়ে যাবার নানান দরজা। প্রায় ২৫ বছর ধরে নিরলস ভাবে তরুণ প্রজন্মের পাশে আধুনিক ইংরেজির শিক্ষা ব্যবস্থার মাইলফলক হিসেবে কাজ করে চলেছে সাইফুরস।
আসন্ন এস এস সি ২০২৫ ব্যাচের জন্য সাইফুরস আয়োজন করতে যাচ্ছে SSC with Saifurs English Confidence Exam Challenge দেশজুড়ে সাইফুরস এর প্রতিটি শাখায় আয়োজন করা হয়েছে প্রতিযোগতামূলক ইংরেজি পরীক্ষা।
দুই পর্বে ভাগ করা হয়েছে পরীক্ষাগুলোকে। প্রথম পর্বে চারটি এবং ২য় পর্বে ২টি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ৬ দিনেই এস এস সি ইংরেজির প্রস্তুতি আসবে হাতের মুঠোয়। প্রথম পর্বে সাইফুরস এর প্রতিটি ব্রাকে
আনুষ্ঠিত প্রথম পর্বের চারটি পরীক্ষায় আংশগ্রহণ কারীদের মধ্যে থেকে প্রথম, ২য় এবং ৩য় স্থান আর্জনকারীর প্রত্যেকেই পাবে নিশ্চিত সব পুরস্কার।
আর ২য় পর্বের দুটি পরীক্ষায় আংশগ্রহণকারীদের মধ্যে দেশসেরা তিন বিজয়ী ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন। দেশসেরা ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীরাও পাবে অন্যান্য স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস।
কোনো রেজিষ্ট্রেশন ফিস ছাড়াই প্রতিযোগিতা টি একদম ফ্রি! প্রতিটি Topic এর জন্য আরো থাকছে
Revision and Solve Class. তবে হ্যাঁ এই পরীক্ষায় আংশ নিতে হলে শিক্ষার্থীকে আবশ্যই এস এস সি ২৫ ব্যাচের ই হতে হবে।
Registration করতে Visit করতে হবে ssc.saifur's.com.bd সারাদেশের যে কোনো স্থান থেকে শিক্ষার্থী দেরকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৮ই জানুয়ারী ২০২৫।
এমইউ