বাংলাদেশ
তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ নভেম্বর শনিবার তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোঃ আসলাম মিয়া, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোবহানবাগ জামে মাসজিদ ঢাকা এর খতীব, বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ মুহাম্মাদ ওয়ালীউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক,
প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালটেন্ট আহসান হাবীব ইমরোজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা প্রধান এম. আমিনুল ইসলাম।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং ইসলামী সংগীত, দেশের গান, শিক্ষার্থীদের আরবি, ইংরেজি, বাংলা বক্তব্য, বাবা-মায়ের গান পরিবেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুহ্তারাম শাহজাহান খান ও মুহ্তারাম নেছার উদ্দিন আহমেদ এবং তানযীমুল উম্মাহ নারায়ণগঞ্জ অঞ্চলের শাখাসমূহের প্রধানগণ।
তানযীমুল উম্মাহ’র শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি প্রতিবছরই খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারও তাঁরই ধারাবাহিকতা রক্ষা করেছে।
২০২৪ সালের সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরসহ সকল ছাত্রদের পুরস্কার প্রদান করা হয়েছে। এবং যারা বার্ষিক হিফয ও জেনারেলে পরীক্ষায় বিভিন্ন ক্লাস ও গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে, তাদেরকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
এমইউ