নিউইয়র্ক
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু, আহত ৫
নিউইয়র্কের লংআইল্যান্ড সিটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন মার্কিন প্রবাসী বাংলাদেশি তরুণ মোহাম্মদ রাফি (১৭)। ওই দুর্ঘটনায় আরও ৫ তরুণ আহত হয়েছেন।
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু, আহত ৫ | ফাইল ছবি
নিহত রাফির গ্রামের বাড়ি গাজীপুরে। তার বাবা নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাবেক সভাপতি।
স্থানীয়রা জানান, রাফির অভিভাবকরা বাড়িতে না থাকায় বন্ধুদের সাথে ঘুরতে বের হন রাফি। ৫ আসনের গাড়িতে ৬ বন্ধু বসেছিলেন। ৬ জনের মধ্যে ৫জন বাঙালি এবং একজন বিদেশি তরুণ ছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। তখন কাঁচ ভেঙে বাইরে ছিটকে পড়েন রাফি।
দ্রুত হাসপাতালে নিলে ডাক্তার তাকে লাইফ সাপোর্টে রাখেন। এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর গত শুক্রবার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাফির আত্মীয় নেওয়াজ জানান, রাফি কয়েকদিন আগে কুরআন খতম দিয়েছেন। তার হুজুরও সব সময় তার প্রশংসা করেন। এসময় অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
জেআই
শেয়ার
Releted News
No featured items for this category.