বিনোদন
৩১ বছরেই লিয়াম পেইন পাড়ি জমালেন না ফেরার দেশে

ব্রিটিশ সংগীতশিল্পী ও বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর সাবেক সদস্য লিয়াম পেইন মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পেইন। এরপর হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়েন। তবে পেইন দুর্ঘটনাবশত পড়ে গেছেন না মদ্যপ ছিলেন, তা এখনো নিশ্চিত করে জানায়নি পুলিশ।
জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি বলেছেন, পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে।
জানা গেছে, গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন গায়ক। এরপর দেশটিতেই অবস্থান করছিলেন তিনি।
পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন।
ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন পেইন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন।
সিএম
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
