যুক্তরাষ্ট্র

ট্রাম্প শুধুমাত্রই উচ্চবিত্তদের প্রেসিডেন্ট; কমলা হ্যারিস

ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ ও মধ্যবিত্তদের পরোয়া করেন না এবং তাদের নিয়ে তার কোনো পরিকল্পনা নেই এমন দাবি করে ভোট দেয়ার আগে কৃষ্ণাঙ্গ ও মধ্যবিত্তদের সম্পর্কে ডনাল্ড ট্রাম্পের মনোভাব যাচাই করার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
17290796088816151.jpg
ট্রাম্প শুধুমাত্রই উচ্চবিত্তদের প্রেসিডেন্ট; কমলা হ্যারিস | ফাইল ছবি

নিউজ ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৪
Fallback Advertisement

নর্থ ক্যারোলাইনায় সাংবাদিক রোলান্ড মার্টিনকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাটিক প্রার্থী তার মতামত তুলে ধরেন। তিনি মনে করেন, এই নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে ভোটারদের দুটি বিশেষ দিক বিবেচনায় নিতে হবে। প্রথমত, ট্রাম্প মধ্যবিত্তদের নিয়ে কী করতে চান এবং দ্বিতীয়ত, কৃষ্ণাঙ্গদের সম্পর্কে তার মনোভাব কেমন।

ট্রাম্প উচ্চবিত্তদের প্রেসিডেন্ট এবং তাদেরকে নানা সুবিধা দিতেই কাজ করবেন দাবি করে ভিপি অভিযোগ করে বলেছেন, ডনাল্ড ট্রাম্প বাড়ির মালিক হয়ে কৃষ্ণাঙ্গ পরিবারকে বাড়ি ভাড়া দেননি। তিনি মনে করেন, ডনাল্ড ট্রাম্প দেশ ও দেশের মানুষের জন্য বিপজ্জনক কারণ তিনি লাগাতার বিভ্রান্তি তৈরির চেষ্টা করে যাচ্ছেন।

এসময়, সিবিএস সিক্সটি মিনিটস অনুষ্ঠানে প্রথা মেনে সাক্ষাৎকার না দেয়া, আর কোনো প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ না নেয়া এবং স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ না করায় ট্রাম্পের সমালোচনা করেন হ্যারিস। হ্যারিস মনে করেন, ট্রাম্প মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন বলেই, দেশের মানুষের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে চাননা।

এক প্রশ্নের জবাবে ভিপি জানিয়েছেন, ৪০০ হাজার ডলারের কম বার্ষিক আয় রয়েছে এমন কারো কর বাড়াবেন না তিনি। এসময় দেশের অর্থনীতিকে মধ্যবিত্তদের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ট্রাম্প অনেক কমিউনিটিকে বোঝাতে চাইছেন, তাদের ভোট দেয়া না দেয়ায় কিছু যায় আসে না। ভোটারদের ট্রাম্পের এমন আচরণে ধোঁকা না খেয়ে, নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানান কামালা।

সিএম

শেয়ার

Releted News

test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByFlixza Global