যুক্তরাষ্ট্র
ট্রাম্প নাকি কমলা, বিজয়ের দিকে কে বেশি এগিয়ে
আগামী ৫ নভেম্বর হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে কমলা হ্যারিস ও ট্রাম্পের নির্বাচনী প্রচার প্রচারণা। নির্বাচনে বিজয়ের পথে কে এগিয়ে রয়েছে এ বিষয়ের একটি জরিপে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের সাম্প্রতিক জরিপে এমনটা উঠে এসেছে।
অন্যদিকে আরিজোনা অঙ্গরাজ্যে কমলার চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। ইউএস টুডে ও ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে নিউইয়র্ক টাইমস, ফিলাডেলফিয়া ইনকোয়ারার ও সিয়েনা কলেজ দুটি অঙ্গরাজ্যের প্রায় ১ হাজার ৬শ’র বেশি ভোটারের মতামত নিয়েছে।
জরিপে দেখা গেছে, পেনসিলভানিয়ায় কমলার সমর্থন ৫০ শতাংশ, যেখানে ৪৭ শতাংশ ভোটার ট্রাম্পের সমর্থনে রয়েছেন। তবে কমলা যে ৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন, তা জরিপের ৩ শতাংশ ত্রুটির সীমার মধ্যে পড়ে। আর জরিপে ৩ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন, তা এখনো ঠিক করেননি। যাদের মধ্যে অনেকে উত্তর দিতে রাজি হননি।
অন্যদিকে ৫৮ শতাংশ ভোটারদের সমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা। আর ট্রাম্পের পক্ষে রয়েছেন ৪০ শতাংশ নারী ভোটার। এছাড়া কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যেও জনপ্রিয়তায় এগিয়ে কমলা। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে কমলার সমর্থন ৮১ শতাংশ, বিপরীতে ১৬ শতাংশ কৃষ্ণাঙ্গ ট্রাম্পের সমর্থনে রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়াকে দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফাইভথার্টিফাইভের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য জরিপ হিসেবে দেখা হয়।
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ী হওয়া ছাড়াও এর ১৯টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়া গুরুত্বপূর্ণ। কারণ, এত বেশি ইলেকটোরাল ভোট আর কোনো দোদুল্যমান অঙ্গরাজ্যে নেই।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮। একজন প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছেন। এরমধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বোচ্চ ৫৫টি ইলেকটোরাল ভোট রয়েছে। আবার আলাস্কা, সাউথ ডাকোটা, ভারমন্টের মতো অঙ্গরাজ্যগুলোর প্রতিটিতে রয়েছে ৩টি করে ইলেকটোরাল ভোট।
সিএম