খেলা

বিপিএল ২০২৫: ড্রাফট শেষে কোন দল কেমন হলো?

এবারের বিপিএলে বিদেশিদের নেওয়া যাবে কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই।
17289079554714240.jpg
বিপিএল ২০২৫: ড্রাফট শেষে কোন দল কেমন হলো? | ফাইল ছবি

নিউজ ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৪
Fallback Advertisement

মাঠে গড়ানোর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট শেষ হলো। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে এবং শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সংমিশ্রণে নিজের দলকে পরিপূর্ণ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

 

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এ নিলামে পছন্দের খেলোয়াড়দের দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। ড্রাফটের বাইরেও দলগুলো চাইলে খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে। এছাড়াও নিলামের পূর্বেই ৩ ক্রিকেটারদের সাথেই সরাসরি চুক্তি করেছিল দলগুলোর।

 

‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা সব ক্রিকেটারই দল পেয়েছেন। তবে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা মুমিনুল হক দল পাননি। এছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকতও এবারের বিপিএলে দল পাননি।

 

নিলামের পর দলগুলোর স্কোয়াড

 

দুর্বার রাজশাহী

 

দেশি: তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এস এম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।

বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়

 

ফরচুন বরিশাল

 

দেশি: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

 

ঢাকা ক্যাপিটালস

 

দেশি: লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাৎ হোসেন দীপু।

বিদেশি: জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি, সাইম আইয়ুব, আমির হামজা।

সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।

 

চিটাগাং কিংস

 

দেশি: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।

 

খুলনা টাইগার্স

 

দেশি: হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।

বিদেশি: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।

সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ।

রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ

 

সিলেট স্ট্রাইকার্স

 

দেশি: রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদ ইসলাম।

বিদেশি: রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

সরাসরি চুক্তি: জাকের আলী।

রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান।

 

রংপুর রাইডার্স

দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।

বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

এজে

শেয়ার

Releted News

No featured items for this category.
test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByGoFlixza
Developed With Love ByGoFlixza