সারা বাংলা
আমেরিকার প্রতি জামায়াত আমীরের আহ্বান
সাড়ে তেরো বছর আমরা আমাদের অফিসে ঢুকতে পারিনি আপনারা তার সাক্ষী, শুধু কেন্দ্রীয় অফিস নয়, সারা বাংলাদেশে জামায়াতের অফিস সিলগালা করে রেখেছিলো।
![17288883834439902.jpg 17288883834439902.jpg](https://ajkal.us/img/news/17288883834439902.jpg)
আমেরিকার প্রতি জামায়াত আমীরের আহ্বান | ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আজ আমাদের অফিস ভিজিট করতে এসেছেন, আজকে আমাদের বৈঠকটি খুবই হৃদ্যতাপূর্ণ এবং সফল একটি বৈঠক ছিলো।
দুই দেশের সম্মান এবং ভালোবাসা কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয় বিস্তারিত কথা হয়েছে আমাদের। বিশেষ করে আগামী দিনগুলোতে কিভাবে স্কিল ডেভলপমেন্ট নিয়ে আমেরিকা আমাদেরকে কিভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। সাথে সাথে আমেরিকা বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আরো কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয় নিয়েও কথা হয়েছে।
এসময় জামায়াত আমীর ডা. শফিকুর আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লবে যারা চোখ, হাত, পা সহ বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ হারানো সহ যারা আহত হয়েছেন, তাদের সু চিকিৎসার জন্য আমেরিকান সরকারের প্রতি জাতীয় আহ্বান জানাচ্ছি।
এমএ
শেয়ার
Releted News
No featured items for this category.