যুক্তরাষ্ট্র
সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যে ১০টি দেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
বলা হয়ে থাকে যারা যুদ্ধ চায়, তারা যুদ্ধে যায় না। আবার যারা যুদ্ধে যায় তারা কেউ যুদ্ধ চায় না । ঠিক এই কথারই যেন বাস্তব প্রতিফলন ঘটেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশ করা এক প্রতিবেদনে। সামরিক ব্যয়, অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করা এই প্রতিষ্ঠান ২০২৩ সালে প্রকাশ করেছে একটি প্রতিবেদন। যেখানে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুলোর একটি তালিকা করেছে তারা।
এই তালিকার সবার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। যেখানে এসআইপিআরআই বলছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ৯১৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। অথচ সরাসরি কোনো যুদ্ধে জড়িত নেই আন্তর্জাতিক মোড়ল খ্যাত এই দেশটি।
সামরিক খাতে সর্বাধিক ব্যায়ের ২য় ও ৩য় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের দুই চিরশত্রু দেশ চীন ও রাশিয়ার নাম। তথ্য অনুযায়ী ২০২৩ সালে চীনের সামরিক খরচ ২৯৬ বিলিয়ন ডলার। আর ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া সামরিক খাতে খরচ করেছে ১০৯ বিলিয়ন ডলার।
এশিয়ার মাথা ব্যাথা ভারত রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে। ২০২৩ সালে সামরিক খাতে নরেন্দ মোদীর দেশ ব্যয় করে ৮৩ দশমিক ৬ ডলার। অন্যদিকে সবার সাথে তাল মিলিয়ে চলা মুসলিম দেশ সৌদী আরব ৭৫ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করে ধরে রেখেছে তালিকার পঞ্চম অবস্থান।
সব সময় শান্তির পতাকা উড়ানো যুক্তরাজ্যও কোনো সরাসরি সংঘাতে জড়িত না থাকলেও সামরিক খাতকে ভারী ও মজবুত করতে তারাও পিছিয়ে নেই । সামরিক খাতে এই দেশটিও ২০২৩ খরচ করছে ৭৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। সপ্তম অবস্থানে আছে হিটলারের দেশ জার্মানী । ২০২৩ সালে তাদের সামরিক ব্যয় ৬৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অনেকেই মনে করেন যে , দেশটি বোধহয় সামরিক খাতে কেবল যুক্তরাষ্ট্রের প্রতিই নির্ভলশীল। কিন্ত সবার এই ধারণা ভুল প্রমাণিত করে ২০২৩ সালে সামরিক খাতে ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করে ইউক্রেন রয়েছে তালিকার অষ্টম স্থানে। আর নবম স্থানে রয়েছে শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত দেশ ফ্রান্স। এই দেশও ২০২৩ সালে সামরিক খাতকে শক্তিশালী করতে ব্যয় করেছে ৬১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
শান্তির উদাহরণ হিসেবে জাপানের নাম ব্যবহার করা হলেও, সামরিক খাতে এই দেশও পর্যাপ্ত ব্যয় করে রয়েছে তালিকার দশম স্থানে। ২০২৩ সালে সামরিক খাতে ৫০ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করেছে কোনো প্রকার যুদ্ধে জড়িত না থাকা দেশ জাপান ।
এজে