যুক্তরাষ্ট্র
বেতন বৃদ্ধির আশ্বাস, যুক্তরাষ্ট্রে বন্দর শ্রমিকদের ধর্মঘট স্থগিত
প্রেসিডেন্টের বক্তব্য ও অস্থায়ী সমঝোতার আশ্বাসে প্রাণ ফিরেছে যুক্তরাষ্ট্রের বন্দর শ্রমিকদের মধ্যে। বেতন-ভাতা ৬২ শতাংশ বাড়ানোর আশ্বাসে তিন মাসের জন্য ধর্মঘট স্থগিত করেছে তারা। এতে অচলাবস্থা কেটে প্রাণচাঞ্চল্য ফিরছে পণ্য খালাস ও আমাদানি-রফতানি কার্যক্রমে।
মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমিক ধর্মঘট অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে, বন্দর কর্তৃপক্ষকেও আন্তরিক হওয়ার তাগিদ দেন। এর প্রভাবে বৃহস্পতিবার অস্থায়ী সমঝোতা হলে ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে।
জানা যায়, শ্রমিক সংগঠন ইন্টারন্যাশনাল লংশোরম্যান্স অ্যাসোসিয়েশন-আইএলএ আর বন্দর নিয়ন্ত্রক কর্তৃপক্ষের জোট-ইউম্যাক্সে দীর্ঘ দর কষাকাষির পর ছয় বছরে ৬২ শতাংশ মজুরি বাড়ানোর সমঝোতা হয়েছে। আগে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মজুরি ৭৭ শতাংশ বাড়ানোর প্রস্তাবে বন্দর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ৫০ শতাংশ বাড়াতে রাজি হয়েছিলো। নতুন এই চুক্তির আওতায় সিনিয়র শ্রমিকরা ঘন্টা প্রতি ৬৩ ডলার পাবেন যা আগে ছিলো ৩৯ ডলার।
এদিকে, অস্থায়ী চুক্তি হলেও জানুয়ারির ১৫ তারিখের মধ্যে চূড়ান্ত সমঝোতা না হলে আবার ধর্মঘটে নামার হুমকি দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। গত ৫০ বছরের মধ্যে মার্কিন সমুদ্র বন্দর শ্রমিকদের এতো প্রবল ধর্মঘটের ঘটনা এটিই প্রথম।
এজে