বিনোদন
গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ

আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনাবশত গোবিন্দর পায়ে গুলি লাগে। ক্ষত কতটা গুরুতর তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে গুলি লাগার সঙ্গে সঙ্গেই বলিউডের ‘হিরো নম্বর ১’কে তাঁর বাড়ির কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকেরা।
সূত্রের খবর, মঙ্গলবার ভোরে শ্যুটিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন এই গোবিন্দ । তখনই নিজের লাইসেন্স করা বন্দুক পরিষ্কার করার সময়ে লক না থাকায় ভুলবশত গুলি বেরিয়ে সরাসরি তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। পরে দ্রুত তাকে বাড়ির কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দ। হাসপাতাল সূত্রের খবর, অপারেশনের মাধ্যমে গুলি বের করা হয়েছে । তবে অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
জেআই