বাংলাদেশ
সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০০ কোটি ডলারের বেশি
চলতি সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই ২০০ কোটি ডলার ছাড়ালো রেমিট্যান্স। আওয়ামী লীগের শাসনের অবসান ও শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশে রেমিট্যান্সের জোয়ার আসছে। গত দুই মাস ধরে রেকর্ড গড়ছেন রেমিট্যান্স যোদ্ধারা।
সর্বশেষ হিসাব অনুযায়ী সেপ্টেম্বরে গড়ে প্রতিদিন দেশে এসেছে ১ কোটি ৫৫ লাখ ডলার বা ৯০৬ কোটি টাকা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, সেপ্টেম্বরে প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার ৩৫৭ কোটি টাকার বেশি। (প্রতি ডলার ১২০ টাকা ধরে)
এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
গত মাসে একই সময়ে দেশে এসেছিল ২০০ কোটি ৭৬ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।
এজে