বাংলাদেশ
বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার
সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামী। তার নামে আরও মামলা রয়েছে।
![17271677604724352.jpg 17271677604724352.jpg](https://ajkal.us/img/news/17271677604724352.jpg)
বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার | ফাইল ছবি
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ( ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টায় ডিএমপির ডিবি তেজগাঁও টিম ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামী। তার নামে আরও মামলা রয়েছে।
এজে
শেয়ার
Releted News
No featured items for this category.