খেলা
ভারতের কাছে প্রথম টেস্টেই ধরাশায়ী বাংলাদেশ
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে রবিবার (২২ সেপ্টম্বর) চতুর্থ দিনের খেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে টাইগারদের সামনে ছিল ৫১৫ রানের বিশাল টার্গেট। গতকাল ৪ উইকেট খরচায় ১৫৮ রান পর্যন্ত তুলেছিল সফরকারীরা। তবে আজ দিনের প্রথম সেশনের খেলায় বাকি ৬ উইকেট হারিয়ে পরাজয় বরণ করে বাংলাদেশ।
অবশ্য চতুর্থ দিনের খেলায় প্রথম দেড় ঘন্টা কোন উইকেট না হারিয়ে দলকে আশা দেখাচ্ছিল সাকিব ও শান্ত। তবে এদিন নিজের প্রথম ওভারে বল করতে এসে সাকিবের উইকেট তুলে নেন অশ্বিন। আর এরপরই ধারাবাহিকভাবে পড়তে থাকে টাইগারদের বাকি উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করে আউট হন শান্ত। আর সাকিব খেলেন ২৫ রানের একটি ইনিংস।
লিটন আউট হয়েছেন ১ রান করে। মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। পাকিস্তান সিরিজে দলের হাল ধরলেও ভারত সফরে নিজেদের জাত চেনাতে পারেননি এই দুই লোয়ার অর্ডার ব্যাটার। এছাড়া ওপেনিংয়ে নেমে যথাক্রমে ৩৩ ও ৩৫ রান করেছিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম। মুশফিক ও মমিনুল করেছিলেন সমান ১৩ রান।
ভারতের ৩৭৬ রানের বিপরীতে প্রথম ইনিংসে টাইগাররা করেছিল মাত্র ১৪৯ রান। এরপর বিশাল লিড নিয়ে ব্যাটিং করতে নেমে শান্তদের ৫১৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা। এখানে রানের বিচারে এটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে পরাজয়।
আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। যেখানে সিরিজের সমতা ফেরানোর পাশাপাশি ইতিহাস গড়ার দিকে নজর রাখবে বাংলাদেশ। কেননা ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে ১২ পরাজয়ের বিপরীতে কোন জয় নেই টাইগারদের।
এজে