সারা বিশ্ব

জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে জাতিসংঘে সমবেত হচ্ছেন বিশ্বনেতারা

প্রেক্ষাপটে জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে রবিবার থেকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হতে যাচ্ছেন বিশ্বনেতৃবৃন্দ।
17269232355909700.png
জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে জাতিসংঘে সমবেত হচ্ছেন বিশ্বনেতারা | ফাইল ছবি

নিউজ ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৪
Fallback Advertisement

জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায়, জাতিসংঘের এই বার্ষিক অনুষ্ঠানে যোগদানকারী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের উচ্চস্তরের আলোচ্য সূচিতে গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা, সুদানে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং ইউক্রেনে প্রচণ্ড সংঘাতের মতো বেশ কিছু তিক্ত বিষয় স্থান পাবে। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, বিশ্ব ‘তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হওয়া এড়াতে সক্ষম হবে।’ গুতেরেস এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যা দেখছি তা হলো সংঘাত ও দায়মুক্তির বোধের বহুগুণে বৃদ্ধি।

 

ওয়াশিংটনে জাতিসংঘ দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, অধিবেশনটি ‘এর চেয়ে জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে হতে পারত না। মনোযোগ ও পদক্ষেপের দাবি করে এমন সংকট ও সংঘাতের তালিকা শুধু বেড়েই চলেছে বলে মনে হচ্ছে। এতে সহজেই হতাশার সৃষ্টি হতে পারে। কিন্তু আমাদের হতাশ হলে চলবে না।

 

বিশ্বব্যাপী সংঘাত ও দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত লাখো মানুষের কল্যাণে কূটনীতির এই বিশ্ব মিলনমেলা আদৌ কিছু অর্জন করতে পারবে কি না, তা স্পষ্ট নয়। ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিচার্ড গোওয়ান বলেন, বিশ্বনেতৃবৃন্দের বক্তব্য বিবেচনায় নিলে ‘স্পষ্টতই এই সংঘাতগুলোর মধ্যে গাজা পরিস্থিতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।’ তিনি পরামর্শ দিয়েছেন, পূর্বনির্ধারিত কূটনৈতিক বক্তৃতা ও দৃষ্টিভঙ্গি ‘আসলে বাস্তব পরিস্থিতিতে তেমন বড় কোনো বদল ঘটাবে না।

 

ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়, এতে ১,২০০ জনেরও বেশি ইসরাইলির প্রাণহানি ঘটে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৪১ হাজার ২৭২ জনেরও বেশি বেসামরিক ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।

 

আশঙ্কা করা হচ্ছে, এই সংঘর্ষ লেবাননে ছড়িয়ে পড়তে পারে। চলতি সপ্তাহে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে বেশ কয়েকটি মারাত্মক বিস্ফোরণ ঘটেছে।

 

ইসরায়েল এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

 

আগামী বছরগুলোতে বিশ্ব মুখোমুখি হতে পারে, এমন সব চ্যালেঞ্জ কাটিয়ে সামনে অগ্রসর হওয়ার লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের ফ্ল্যাগশিপ প্রচেষ্টা ‘সামিট অব দ্য ফিউচার’ দিয়ে রবিবার নিউ ইয়র্কে কার্যক্রম শুরু হবে। বিশ্বনেতৃবৃন্দ সামনে এগিয়ে যেতে সবচেয়ে গুরুতর সংঘাতগুলো কিভাবে মোকাবেলা করা যায়, তা নিয়ে একটি সমঝোতায় উপনীত হতে একত্র হবেন।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এতে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। নিবিড় আলোচনা এবং বিশ্বনেতাদের ‘সাহস’ দেখাতে গুতেরেসের আহ্বান সত্ত্বেও পর্যবেক্ষকরা সমঝোতার খসড়া টেক্সটটিতে উচ্চাকাঙ্ক্ষার ঘাটতি রয়েছে বলে তীব্র সমালোচনা করছেন।

সিএম

শেয়ার

Releted News

No featured items for this category.
test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByGoFlixza
Developed With Love ByGoFlixza