খেলা

সাকিবের সামনে কিংবদন্তী রেকর্ড গড়ার হাতছানি

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশ দল পৌঁছে গেছে ভারতে ।
17266590698858885.jpg
সাকিবের সামনে কিংবদন্তী রেকর্ড গড়ার হাতছানি | ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪
Fallback Advertisement

চেন্নাইয়ে প্রথম টেস্টে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ দল । মঙ্গলবার রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। সব কিছু ঠিক থাকলে প্রথম টেস্টেই মাঠে নামবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

 

দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে নামার আগে দুর্দান্ত এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান। বিশ্বের পঞ্চম টেস্ট ক্রিকেটার হিসেবে চার হাজার রানের সঙ্গে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে টাইগার এ অলরাউন্ডারের সামনে । অনেক আগেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই পোস্টারবয় । ৬৯ টেস্ট খেলে ব্যাট হাতে টাইগার অলরাউন্ডারের সংগ্রহে আছে চার হাজার ৫৪৩ রান। 

 

ফলে নতুন এই রেকর্ডের খাতায় নাম লেখাতে সাকিবের দরকার কেবল উইকেট। এখন পর্যন্ত টেস্টে ২৪২ উইকেট শিকার করেছেন সাকিব। ভারত সিরিজে তাই সাকিবের দরকার কেবল মাত্র ৮ টি উইকেট । তাহলেই নতুন রেকর্ডের এই মাইল ফলক স্পর্শ করতে পারবে বাঁহাতি এই অলরাউন্ডার । 

 

এর আগে চার হাজার রানের সঙ্গে ২৫০ উইকেট উইকেট শিকারের দাবীদার ছিলো কেবল চার জন ক্রিকেটারের । তারা হলেনঃ ভারতের কপিল দেব , ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসএবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি ।

 

এ তালিকায় রানের হিসেবে শীর্ষে রয়েছেন জ্যাক ক্যালিস। ১৬৬ টেস্টে এ অলরাউন্ডারের ব্যাট হাতে সংগ্রহ ১৩ হাজার ২৮৯ রান  আর বল হাতে শিকার করেছেন ২৯২ উইকেট। ১৩১ টেস্ট খেলে ৫ হাজার ২৪৮ রানের সঙ্গে ৪৩৪টি উইকেটের দখল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের কপিল দেব। 

 

তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বোথাম। ১০২ টেস্টে ৫ হাজার ২০০ রানের পাশাপাশি ৩৮৩ উইকেট আছে ইংলিশ এ অলরাউন্ডারের। চতুর্থ স্থানে আছেন ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক ১১৩ টেস্টে চার হাজার ৫৩১ রানের সঙ্গে ৩৬২ উইকেটের দখল নিয়েছেন । 

জেআই 

শেয়ার

Releted News

No featured items for this category.
test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByGoFlixza
Developed With Love ByGoFlixza