বাংলাদেশ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে গ্রেপ্তার
![17263050934210497.jpg 17263050934210497.jpg](https://ajkal.us/img/news/17263050934210497.jpg)
গতকাল শুক্রবার রাত চারটার দিকে রাজধানীর উত্তরা থেকে তাঁকে আটক করে ঢাকা জেলা পুলিশের একটি টিম। ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খানের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই মামলায় উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হবে।
১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তাঁর ছেলে শাফি মুদ্দাসির খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দিয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ পালিয়ে যায় শেখ হাসিনা। এর প
র থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হাসিনার বিরুদ্ধে ১৬৫টি মামলা করা হয় । যার মধ্যে ১৪৭টিই হত্যা মামলা। বেশির ভাগ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।
জেআই