খেলা
চোট কাটিয়ে দুই মাস পর মাঠে নামছে মেসি
মাঠের বাইরে ডাগআউটে বসে তিনি কেঁদেছিলেন ফোলা পা নিয়ে । সেই চোটের পরে ২ মাস মাঠে নামতে পারেনি ফুটবলের এই বরপুত্র।
তবে মেসিকে নিয়ে এবার স্বস্তির খবর শোনালেন ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো । তিনি জানিয়েছেন, অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠেছেন মেসি । আগামীকাল মায়ামির হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই তারকার। এর আগেও এই ম্যাচে মেসির খেলার কথা জানিয়েছিলেন তিনি ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ মার্তিনো বলেছেন, '' হ্যা মেসি ভালো আছে । শুক্রবার সে অনুশীলন করেছে এবং ম্যাচের পরিকল্পনায়ও সে আছে । শনিবারের অনুশীলন শেষে আমরা সিদ্ধান্ত নেবো যে তাকে নিয়ে কোন কৌশলে আমরা আগাবো। তবে এই ম্যাচের জন্য সে প্রস্তুত ।
ঘরের মাঠে আগামীকাল ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে মেসি । মেসির মাঠে ফেরা নিয়ে মার্তিনো আরও বলেন ,''বিশ্বসেরা খেলোয়াড়কে দলে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আর এই দল এমনিতেই দারুণ ছন্দে আছে । সব মিলিয়ে এমন পরিস্থিতে আমরা আনন্দিত''।
এর আগে পায়ের চোটের কারণে মায়ামির হয়ে আট ম্যাচ মাঠে নামতে পারেনি মেসি । এমনকি ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজ দেশ আর্জেন্টিনার হয়েও কোনো ম্যাচ খেলতে পারেনি বিশ্বনন্দিত এই ফরোয়ার্ড । মেসির চোটকে ঘিরে নানা শঙ্কা তৈরির সাথে বারবার চোটে পড়ায় তার ভবিষ্যৎ' পথচলা কেমন হবে তা নিয়েও ওঠে প্রশ্ন ।
তবে সব শঙ্কা ও প্রশ্নের মাঝেই মেসির মাঠে ফেরাটাই এখন ভক্তদের জন্য স্বস্তির খবর। মেসিভক্ত ও ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ফুটবলের জাদুকর মেসিকে দীর্ঘদিন মাঠে দেখার ।
জেআই