যুক্তরাষ্ট্র
ফৌজদারি দুই অভিযোগ থেকে খারিজ পেলো ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি ফৌজদারি অভিযোগ থেকে খারিজ পেয়েছেন ।
ফৌজদারি দুই অভিযোগ থেকে খারিজ পেলো ট্রাম্প | ফাইল ছবি
দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ফুলটন কাউন্টি জজ স্টক ম্যাকফি এই আদেশ দেন। তবে একই মামলায় বাকি আটটি অভিযোগসহ মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত ।
ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে । অভিযোগে বলা হয় , ওই নির্বাচনে ট্রাম্প জর্জিয়ার নির্বাচনী ফলাফল পাল্টে দিতে চেয়েছিলেন। এই মামলায় ট্রাম্পসহ আরও ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে ।
তবে ট্রাম্পসহ অন্য অভিযুক্তরা বরাবরই নিজেদের নির্দোষ দাবী করে তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। দুটি অভিযোগ খারিজ করার বিষয়ে বিচারক বলেছেন, রাষ্ট্রীয় কৌঁসুলিদের এমন অভিযোগ আনার এখতিয়ার নেই। পাশাপাশি এ অভিযোগগুলো ফেডারেল আদালতে ভুয়া নথি দাখিলের সঙ্গে সম্পৃক্ত।
জেআই
শেয়ার
Releted News
No featured items for this category.