যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনারের পদত্যাগ

পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ
1726216818230220.jpg
নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনারের পদত্যাগ | ফাইল ছবি

নিউজ ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৪
Fallback Advertisement

নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এবিসি নিউজসহ বেশ কয়েকটি সূত্র। সিটি হলকে পাঠানো কাবানের আইনজীবীর একটি চিঠি থেকে পদত্যাগের বিষয়টি সম্পর্কে প্রথম জানা গেছে। শুক্রবার তদন্ত চলছে থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

নিউ ইযর্ক সিটি প্রশাসনের বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতির । তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে তদন্তের স্বার্থে ক্যাবানসহ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর বেশ কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত ফোন বাজেয়াপ্ত করা হয়।

ফেডারেল এজেন্টরা গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফিল ব্যাংকস, ডেপুটি মেয়র শিনা রাইট ও স্কুলস চ্যান্সেল ডেভিড ব্যাংকসের বাসায়ও তল্লাশি চালিয়েছেন। বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রমাণ হিসেবে এফবিআই তল্লাশির মাধ্যমে ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করেছে। তবে এই ঘটনায় এখনও কোন মামলা করা হয়নি।

কী নিয়ে তদন্ত করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন ম্যানহ্যাটানের ফেডারেল প্রসিকিউটররা।

সূত্রগুলো জানিয়েছে, মূলত শহরের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন চুক্তি এবং বার ও ক্লাব পরিচালনায় নীতিমালার প্রয়োগে দুর্নীতিই তদন্তের প্রধান বিষয়।

তদন্তের কারণে কাবান পদত্যাগ করছেন কিনা- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘সবসময় নানা ধরণের গুজব শোনা যায়।’ সূত্রগুলো এবিসি নিউজকে জানিয়েছে, ৫ সেপ্টেম্বর ক্যাবানসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের এনওয়াইপিডি কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করা হয়। পরদিন ম্যানহ্যাটানের প্রিসিংক্ট কমান্ডারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের ফোন জব্দ করা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়।

এনওয়াইপিডির একজন মুখপাত্র ৫ সেপ্টেম্বর পুলিশ কর্মকর্তাদেরকে তলব করার বিষয়ে বলেন, ‘সাদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের হয়ে ইউএস অ্যাটর্নির এই তদন্ত কার্যক্রমের বিষয়ে পুলিশ ডিপার্টমেন্ট অবগত আছে। ডিপার্টমেন্ট তদন্তের কাজে পূর্ণ সহযোগিতা প্রদান করছে।’

সূত্রগুলো বলেছে, ক্যাবানের পরিবারের নাইটক্লাবের ব্যবসার সঙ্গে সম্পর্ক রয়েছে। ব্রংক্স এর বন্ধ হয়ে যাওয়া রেস্তোঁরা কন সফ্রিটোর মালিক এডওয়ার্ড ক্যাবানের ভাই রিচার্ড ক্যাবান। ব্রংক্সের একটি অ্যাপার্টমেন্ট ভবনের মালিকানা ছিল এডওয়ার্ড ক্যাবানের যমজ ভাই জেমস ক্যাবানের। ওই ভবনে এর আগে টুইনস নামের একটি বার ছিল।

ব্রংক্সের একজন পুলিশ কর্মকর্তা হিসেবে ক্যাবান এনওয়াইপিডিতে তার ক্যারিয়ার শুরু করেন ১৯৯১ সালে। তিনি এনওয়াইপিডির প্রথম ডেপুটি কমিশনার হন ২০২২ সালে। শহরের পুলিশের প্রথম নারী কমিশনার কিচ্যান্ট সুয়েল এর পদত্যাগের পর অ্যাডামস ২০২৩ সালের জুলাইয়ে ক্যাবানকে কমিশনার হিসেবে নিয়োগ দেন। মোবাইল ফোন জব্দের খবর প্রকাশিত হওয়ার পর সিটি কাউন্সিলম্যান রবার্ট হোল্ডেন ক্যাবানকে পদত্যাগের আহ্বান জানান।

ওই সময় সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে হোল্ডেন বলেন, ‘এটি পুলিশ ডিপার্টমেন্টের ওপর একটি খারাপ প্রভাব ফেলবে। এই কারণে আমি মনে করি তাকে কিছু একটা করতে হবে। আমাদের এই বিশ্বাসও রাখতে হবে যে তিনি আইন মান্য করবেন। তিনি সমগ্র ডিপার্টমেন্টের জন্য একটি উদাহরণ তৈরি করবেন।'

সিএম

শেয়ার

Releted News

No featured items for this category.
test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByGoFlixza
Developed With Love ByGoFlixza