সারা বাংলা
কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৬ জনের মৃত্যু
![17262087602992417.jpg 17262087602992417.jpg](https://ajkal.us/img/news/17262087602992417.jpg)
সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। অপরদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে একই পরিবারের মৃত্যু হয়েছে তিনজনের। শুক্রবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাতের ফলে এঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম এবং উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের তিন ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ এবং আবদুল ওয়াহেদ।
ডিককুলে নিহতের স্বজনরা জানান, আনুমানিক রাত ৩টার দিকে ভারী বৃষ্টিপাতের ফলে হঠাৎ তারা মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় । পরে তারা ছুটে গিয়ে দেখেন পাহাড় ধসে পড়ায় স্ব-পরিবারে মাটিচাপা পড়েছে মিজানুরের পরিবার। তাৎক্ষণিকভাবে মিজানুরকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকিদের উদ্ধার করতে পারেনি। পরে ভোর রাতে কক্সবাজার দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঝিকু জানান, মিজানের বাড়িটি একদম পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতর ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। মধ্যরাতে হঠাৎ ওপর থেকে পাহাড় ধসে পড়ে তার বাড়িতে । ফলে স্ত্রীসহ দুই কন্যার মৃত্যু হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড।
জেআই