বাংলাদেশ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন, মুগ্ধর ভাই সেক্রেটারি
![17261420913000247.jpg 17261420913000247.jpg](https://ajkal.us/img/news/17261420913000247.jpg)
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
পানি লাগবে পানি, এই কথা বলতে বলতে গুলি লেগেছিল যে মুগ্ধের চোখে, সেই মুগ্ধের জমজ ভাইকে দায়িত্ব দেয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।
তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের সভাপতি। আর সাধারণ সম্পাদক হচ্ছেন মীর মাহবুবুর রহমান, তিনি শহীদ মুগ্ধর জমজ ভাই স্নিগ্ধ।।
তিনি আরও জানান, কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ। দক্ষতার জন্য তাকে এই পেশায় রাখা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এছাড়াও এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন।
এজে