সারা বিশ্ব
জিম্মি নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে জলদস্যুরা
জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহর নাবিকদের সঙ্গে দিন দিন কঠোর আচারণ করছে জলদস্যুরা। সব নাবিক সুস্থ থাকলেও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না জাহাজটির কম্পিউটার রুমে। শুধু তাই নয়, সেখানে মজুত পানিও ফুরিয়ে আসছে।
![2022September/জলদস্যুরা-2403190937.jpg 2022September/জলদস্যুরা-2403190937.jpg](https://ajkal.us/img/news/2022September/জলদস্যুরা-2403190937.jpg)
জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহর নাবিকদের সঙ্গে দিন দিন কঠোর আচারণ করছে জলদস্যুরা। সব নাবিক সুস্থ থাকলেও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না জাহাজটির কম্পিউটার রুমে। শুধু তাই নয়, সেখানে মজুত পানিও ফুরিয়ে আসছে। এ কারণে পানি ব্যবহার কমিয়ে দিয়েছে দস্যুরা। পুরো দিনে মাত্র দুই-এক ঘণ্টা মজুত থাকা পানি ব্যবহার করতে দেওয়া হচ্ছে নাবিকদের। বাকি সময়ে সাগর থেকে পানি নিয়ে ব্যবহার করতে হচ্ছে।
সোমবার (১৮ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা বদরুল ইসলাম। তিনি এমভি আবদুল্লাহ জাহাজে জিম্মি অয়েলার মোহাম্মদ শামসুদ্দিনের ভগ্নিপতি।
বদরুল ইসলাম বলেন,