সারা বিশ্ব
গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল জার্মানি
এবার গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করেছে জার্মানি। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল জার্মানি | ফাইল ছবি
এবার গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করেছে জার্মানি। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যারাশুটের মাধ্যমে অঞ্চলটিতে চার টন মানবিক সহায়তা সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্যারাশুটের মাধ্যমে মানবিক সহায়তা পাঠানোর জন্য ব্যবহৃত বিমানটি ফ্রান্সের ইভরেক্সে অবস্থান করেছিল।
জার্মান বিমানবাহিনী জানায়, এটি ছিল একটি সি-১৩০ টাইপের বিমান।
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
