যুক্তরাষ্ট্র
এফবিআই প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৬
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
![2022September/এফবিআই-2403161029.jpg 2022September/এফবিআই-2403161029.jpg](https://ajkal.us/img/news/2022September/এফবিআই-2403161029.jpg)
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ায় জেরি ক্রো রিজিওনাল ট্যাকটিকাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণ ঘটে। এতে সোয়াটের ১৬ জন সদস্য আহত হন। ১৫ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের মাত্রা সম্পর্কে এখনো কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তাদের কেউই গুরুতর আহত হননি। একজনের সার্জারি প্রয়োজন হতে পারে।
এ ছাড়া আরও ১৩ জন সদস্য জানিয়েছেন তাদের মাথা ও কান ঝিমঝিম করছে।
কর্তৃপক্ষ জানায়, যৌথ মহড়ার সময় একটি ক্যানিস্টার বিস্ফোরণ হয়। ওই ভবনটি পুলিশ ঘেরাও করে ফেলেছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।