সারা বিশ্ব
চলন্ত প্লেনে মাঝ আকাশেই আধাঘণ্টা ঘুম, বহিষ্কার ২ পাইলট
চলন্ত বাস কিংবা ট্যাক্সিতে চালকের চোখ লেগে যাওয়ার সাক্ষী মোটামুটি আমরা কম-বেশি সবাই। কিন্তু শতাধিত যাত্রী নিয়ে মাঝ আকাশে যদি প্লেনের পাইলট কোনো কারণে ঘুমিয়ে পড়েন? সে ক্ষেত্রে একটাই ভরসা হতে পারে যে, যাত্রীবাহী প্লেনে সাধারণত সহকারী পাইলট থাকেন।

চলন্ত প্লেনে মাঝ আকাশেই আধাঘণ্টা ঘুম, বহিষ্কার ২ পাইলট | ফাইল ছবি
চলন্ত বাস কিংবা ট্যাক্সিতে চালকের চোখ লেগে যাওয়ার সাক্ষী মোটামুটি আমরা কম-বেশি সবাই। কিন্তু শতাধিত যাত্রী নিয়ে মাঝ আকাশে যদি প্লেনের পাইলট কোনো কারণে ঘুমিয়ে পড়েন? সে ক্ষেত্রে একটাই ভরসা হতে পারে যে, যাত্রীবাহী প্লেনে সাধারণত সহকারী পাইলট থাকেন। ইমার্জেন্সি কিংবা মানবতার খাতিরে তিনি সিচুয়েশনটা ম্যানেজ করে দিতে পারেন। কিন্তু যদি দু
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
