নিউইয়র্ক
নিউইয়র্কে ফোবানা বাংলাদেশ সম্মেলন ৩০ আগস্ট
নিউইয়র্কে আগামী ৩০ আগস্ট হতে ১ সেপ্টেম্বর পর্যন্ত ফোবানা বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।
![2022September/নিউইয়র্কে-ফোবানা-2403101124.jpg 2022September/নিউইয়র্কে-ফোবানা-2403101124.jpg](https://ajkal.us/img/news/2022September/নিউইয়র্কে-ফোবানা-2403101124.jpg)
নিউইয়র্কে আগামী ৩০ আগস্ট হতে ১ সেপ্টেম্বর পর্যন্ত ফোবানা বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।
গিয়াস আহমেদ জানান, চলতি বছরের ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে নিউইয়র্ক লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে তিনদিন ব্যাপী ফোবানা বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এবিসিসিআই) হোস্ট হিসাবে পুরস্কৃত করা হয়েছে। সম্মেলনের কনভেনর ঘোষণা করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আসেফ বারী টুটুলকে।