সারা বিশ্ব
মহাকাশে যাচ্ছেন প্রথম আরব নারী আল মাতরুশি
নোরা আল মাতরুশি সংযুক্ত আরব আমিরাতের পতাকাধারী নীল ফ্লাইট স্যুটে মহাকাশ অভিযানে যাওয়ার পরিকল্পনা করছেন। আরব আমিরাতের মহাকাশচারী নোরা আল মাতরুশি তার পূর্বপুরুষদের মতো নিজের জীবনের বেশিরভাগ সময় আকাশে তারার দিকে তাকিয়ে এবং চাঁদে ওড়ার স্বপ্ন দেখে কাটিয়েছেন। চলতি সপ্তাহে তিনি নাসার প্রশিক্ষণ প্রোগাম থেকে স্নাতক হওয়া প্রথম আরব মহিলা নভোচারী হিসেবে মহাকাশ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
মহাকাশে যাচ্ছেন প্রথম আরব নারী আল মাতরুশি | ফাইল ছবি
শেয়ার
Releted News
No featured items for this category.