নিউইয়র্ক
নিউইয়র্কে লক্ষাধিক কবরের ‘বাংলাদেশ সেমিটারি’
বাংলাদেশিদের জন্য একক সর্ববৃহৎ কবরস্থান স্থাপনের জন্য জায়গা কিনেছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি। অন্তত এক লাখ কবরের স্থান হবে এই কবরস্থানে। জায়গার পরিমাণ ১২৬ একর। স্থানটি নিউইয়র্কের আপস্টেটের মিডল টাউনে। সিটি থেকে মিডল টাউনের দূরত্ব ৭০ মাইল। সোসাইটি সূত্রে জানান হয়েছে, আগামী আগস্ট-সেপ্টেম্বর নাগাদ ৪০ হাজার কবরের স্থান তৈরি হয়ে যাবে। বাকি ৬০ হাজার কবরের স্থান তৈরি হতে আরও বছর খানেক সময় লাগতে পারে

নিউইয়র্কে লক্ষাধিক কবরের ‘বাংলাদেশ সেমিটারি’ | ফাইল ছবি
বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
