নিউইয়র্ক
চার বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি
নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ৪ বাংলাদেশী আমেরিকান কর্মকর্তার পদোন্নতি হয়েছে।
নিউইয়র্ক সিটি পুলিশের বাংলাদেশি আমেরিকান সংগঠন বাপা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে সকালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন সার্জেন্ট ইমরান খান এবং সার্জেন্ট তালেব হোসেন লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পুলিশ অফিসার ডিজেন রায় এবং পুলিশ অফিসার ফজলে তানিম সার্জেন্ট পদে পদোন্নতি পান।

চার বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি | ফাইল ছবি
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
