কমিউনিটি সংবাদ
সোসাইটির চেক জালিয়াত আবুকে খুঁজছে পুলিশ
বাংলাদেশ সোসাইটির ১ লাখ ৬৫ হাজার ডলার আত্মসাৎকারিকে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মামুন আবু। গত বছর ১৯ সেপ্টেম্বর সোসাইটির চেক জালিয়াতি করে এস্টোরিয়াস্থ টিডি ব্যাংক থেকে অর্থ তোলার চেষ্টা করেছিল সে। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও সোসাইটির নেতৃবৃন্দের তড়িৎ হস্তক্ষেপে সে এই অর্থ উত্তোলন করতে ব্যর্থ হয়। এ ঘটনায় চেক জালিয়াতির একটি মামলাও দায়ের কওে সোসাইটি। গত পাঁচ মাস ধরে গোয়েন্দা পুলিশ এ ব্যাপাওে তদন্ত চালায়। ব্যাংকের ভিডিও ফুটেজ এখন তাদের হাতে। আইনশৃংখলা বাহিনী ব্যাংকের ভিডিও ফুটেজ দেখে আবুকে সনাক্ত করে। তার নামে ওয়ান্টে জারি করা হয়েছে। আবুকে পাকড়াও করতে বিভিন্ন এলাকায় সাঁটা হচ্ছে পোস্টার। তাকে ধরতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদেরর সাহায্য চেয়েছে আইনশৃংখলা বহিনী।

সোসাইটির চেক জালিয়াত আবুকে খুঁজছে পুলিশ | ফাইল ছবি
৫ হাজার ডলার পুরষ্কার ঘোষণা
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
