খেলা
ব্রাজিলের এই দুর্দশায় বেঁচে থাকলে কষ্ট পেতেন পেলে
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টেবিলের ছয়ে অবস্থান করছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন অবস্থায় দলটি ঝুঁকিতে আছে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিয়েই।
![2022September/ব্রাজিলের-এই-দুর্দশায়-2312261317.jpg 2022September/ব্রাজিলের-এই-দুর্দশায়-2312261317.jpg](https://ajkal.us/img/news/2022September/ব্রাজিলের-এই-দুর্দশায়-2312261317.jpg)
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টেবিলের ছয়ে অবস্থান করছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন অবস্থায় দলটি ঝুঁকিতে আছে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিয়েই। নিকট অতীতে ব্রাজিলের এমন হাল দেখেনি কেউ। তবে যা কেউ ভাবেনি তেমনটাই ঘটছে ব্রাজিল ফুটবলে। এ নিয়ে বেশ হতাশাই প্রকাশ করেছেন কিংবদন্তি সাবেক ফুটবলার পেলের ছেলে এডিনহো। বলেছেন, বেঁচে থাকলে ব্রাজিলের এই দুর্দশা দেখে পেলে খুব কষ্ট পেতেন।
পেলের মৃত্যুর এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী শুক্রবার। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ছেলে। যেখানে উঠে এসেছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান অবস্থাও। পেলের রেখে যাওয়া সাত সন্তানের মধ্যে একজন ৫৩ বছর বয়সি এডিনহো। তিনি বলেছেন,