খেলা
শীর্ষে ওঠার লড়াইয়ে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ম্যানসিটি
শীর্ষে ওঠার লড়াই। এমন ম্যাচে কে কাকে ছাড় দেয়? সেরা হওয়ার মহারণে নেমে লিভারপুল-ম্যানসিটির কেউই কাউকে ছাড় দিয়ে খেলবে না, এটাই স্বাভাবিক। কঠিন লড়াইয়ে দুই দলেরই লক্ষ্য আগে লিড নেওয়া, যেন নিজের ক্লাবকে কিছুটা হলেও নিরাপদে রাখা যায়।
শীর্ষে ওঠার লড়াই। এমন ম্যাচে কে কাকে ছাড় দেয়? সেরা হওয়ার মহারণে নেমে লিভারপুল-ম্যানসিটির কেউই কাউকে ছাড় দিয়ে খেলবে না, এটাই স্বাভাবিক। কঠিন লড়াইয়ে দুই দলেরই লক্ষ্য আগে লিড নেওয়া, যেন নিজের ক্লাবকে কিছুটা হলেও নিরাপদে রাখা যায়।
সেই পথে অনেকটা এগিয়ে রইলো ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২৭তম মিনিটে আর্লিং হালান্ডের দুর্দান্ত গোলে এগিয়ে গেছে স্বাগতিকরা। প্রথমার্ধ তারা শেষ করেছে ১-০ গোলে।
শনিবার (২৫ নভেম্বর) ম্যানচেস্টারে ইতিহাদ স্টেডিয়ামে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ১৩তম ম্যাচে খেলতে নেমেছে লিভারপুল ও ম্যানসিটি।
এর আগের ১২টি ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে ম্যানসিটি। অপরদিকে ম্যাচ সমান খেললেও ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। তবে গোল পেয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের দু্ই খেলোয়াড়কে কাটিয়ে আর্লিং হালান্ডকে বল অ্যাসিস্ট করেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকে। সেই বল নিজের পায়ে নিয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোলপোস্টের ডানপাশ দিয়ে জালে জড়িয়ে দেন নরওয়ের ফরোয়ার্ড হালান্ড। ফলে বিরতির আগে ১-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।