সারা বাংলা
প্রেমের টানে ঈশ্বরদী এসে ঘর বাঁধলেন মার্কিন তরুণী
প্রেমের টানে বিদেশি প্রেমিক বা প্রেমিকার দেশে আসার খবর নতুন নয়। এবার প্রেমের টানে আমেরিকা থেকে এক তরুণী পাবনার ঈশ্বরদীতে এসেছেন। ওই তরুণীর নাম হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা।

প্রেমের টানে ঈশ্বরদী এসে ঘর বাঁধলেন মার্কিন তরুণী | ফাইল ছবি
প্রেমের টানে বিদেশি প্রেমিক বা প্রেমিকার দেশে আসার খবর নতুন নয়। এবার প্রেমের টানে আমেরিকা থেকে এক তরুণী পাবনার ঈশ্বরদীতে এসেছেন। ওই তরুণীর নাম হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা।
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
গুরুত্বপূর্ণ
