অন্যান্য
আজকালের বর্ষপূতি অনুষ্ঠান আজ
আত্মপ্রকাশের দেড় দশক পেরিয়ে আজ ১৬ বছরে পা রাখলো আজকাল। বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ ও অর্থনৈতিক মন্দার পদধ্বনির প্রেক্ষাপটে বৈশ্বিক বাস্তবতা অনেকটাই বৈরী। তারপরও যুক্তরাষ্ট্রে অভিবাসী বাংলাদেশিদের প্রাণচাঞ্চল্য ও কর্মমুখরতার সমান্তরালে আজকাল দূর্বার পদক্ষেপে এগিয়ে চলেছে।
আজকাল রিপোর্ট-
আত্মপ্রকাশের দেড় দশক পেরিয়ে আজ ১৬ বছরে পা রাখলো আজকাল। বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ ও অর্থনৈতিক মন্দার পদধ্বনির প্রেক্ষাপটে বৈশ্বিক বাস্তবতা অনেকটাই বৈরী। তারপরও যুক্তরাষ্ট্রে অভিবাসী বাংলাদেশিদের প্রাণচাঞ্চল্য ও কর্মমুখরতার সমান্তরালে আজকাল দূর্বার পদক্ষেপে এগিয়ে চলেছে।
এই পথচলার বড় অবলম্বন পাঠকদের ভালবাসা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ ক্ষণে প্রিয় পাঠকসহ, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও পত্রিকা সরবরাহকারী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমদ এবং সম্পাদক ও প্রকাশক শাহ্ নেওয়াজ। এ উপলক্ষে বিশেষ কলেবরে ম্যাগাজিন আকারে সম্পূর্ণ রঙিন ১২৬ পৃষ্ঠার প্রতিষ্ঠাবর্ষিকী সংখ্যা বেরিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় থাকছে নানা আয়োজন ও মিলনমেলা। এতে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ছাড়াও মার্কিন কংগ্রেস ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা উপস্থিত থাকবেন।
আজকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ জানিয়েছেন, নিউইয়র্কের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরর্মিং আর্টস
শেয়ার
Releted News

বিজ্ঞাপন কর্নার।
