প্রবাস
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান (২৪) নামের এক বাংলাদেশি উবার চালক নিহত হয়েছেন। স্থানীয় গতকাল সোমবার অনুমানিক রাত ১০টা ২৫ মিনিটে হাসানের গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান (২৪) নামের এক বাংলাদেশি উবার চালক নিহত হয়েছেন। স্থানীয় গতকাল সোমবার অনুমানিক রাত ১০টা ২৫ মিনিটে হাসানের গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
৪ বছর আগে মা-বাবা-ভাইয়ের সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসা রাকিবুলের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। পুলিশ জানায়, চাচা মোহাম্মদ হানিফের টয়োটা প্রাইয়াস চালাতেন রাকিবুল। শিফট শেষে বেল্টপার্কওয়ে ধরে বাসায় ফেরার সময় ফ্লাটবুশ এভিনিউর নিকটে প্লামবীচ এলাকা অতিক্রমকালে দ্রুতগামী একটি বিএমডব্লিউ তার গাড়িতে প্রচন্ড বেগে ধাক্কা দেয়।