খেলা
ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদিনহো ঢাকায়
ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো ঢাকা এসেছেস। বুধবার বিকাল ৩ টার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তার।
![2022September/রোনালদিনহো-ঢাকায়-2310181026.jpg 2022September/রোনালদিনহো-ঢাকায়-2310181026.jpg](https://ajkal.us/img/news/2022September/রোনালদিনহো-ঢাকায়-2310181026.jpg)
ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো ঢাকা এসেছেস। বুধবার বিকাল ৩ টার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।
এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ঢাকায় বিকেলে সফর শেষ করে রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের। এর আগে গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত।