ধর্ম
দেয়ালে খোদাই করা পৃথিবীর একমাত্র কোরআন শরিফ
পবিত্র কোরআন মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ। এর সংরক্ষণ ও সম্মানে এ পর্যন্ত অসংখ্য প্রতিলিপি তৈরি হয়েছে। এমনকি স্বর্ণে লেখা কোরআনের কপিও রয়েছে পৃথিবীতে। তবে এখন যে কোরআনের কথা বলছি, তা সম্পূর্ণভাবে দেয়ালে খোদাই করে লেখা।
পবিত্র কোরআন মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ। এর সংরক্ষণ ও সম্মানে এ পর্যন্ত অসংখ্য প্রতিলিপি তৈরি হয়েছে। এমনকি স্বর্ণে লেখা কোরআনের কপিও রয়েছে পৃথিবীতে। তবে এখন যে কোরআনের কথা বলছি, তা সম্পূর্ণভাবে দেয়ালে খোদাই করে লেখা।
আর্কিটেকচার ও স্থাপত্যশৈলীর অভূতপূর্ব এই নিদর্শনের দেখা মিলবে মিসরের রাজধানী কায়রোতে। সেখানকার একটি মসজিদে ৮০০ মিলিয়ন মিসরীয় পাউন্ড খরচ করে এটি নির্মাণ করা হয়েছে।
এই মসজিদের অনন্য বৈশিষ্ট্যটি হলো- তার দেয়ালে কোরআনের একেকটি পারা খোদাই করা হয়েছে একেকটি স্বতন্ত্র কক্ষে। এভাবে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত বিন্যস্ত।
কায়রোর অসাধারণ ও নান্দনিক এই মসজিদের নাম