ধর্ম
দেয়ালে খোদাই করা পৃথিবীর একমাত্র কোরআন শরিফ
পবিত্র কোরআন মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ। এর সংরক্ষণ ও সম্মানে এ পর্যন্ত অসংখ্য প্রতিলিপি তৈরি হয়েছে। এমনকি স্বর্ণে লেখা কোরআনের কপিও রয়েছে পৃথিবীতে। তবে এখন যে কোরআনের কথা বলছি, তা সম্পূর্ণভাবে দেয়ালে খোদাই করে লেখা।
![2022September/শরিফ-2310060452.jpg 2022September/শরিফ-2310060452.jpg](https://ajkal.us/img/news/2022September/শরিফ-2310060452.jpg)
পবিত্র কোরআন মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ। এর সংরক্ষণ ও সম্মানে এ পর্যন্ত অসংখ্য প্রতিলিপি তৈরি হয়েছে। এমনকি স্বর্ণে লেখা কোরআনের কপিও রয়েছে পৃথিবীতে। তবে এখন যে কোরআনের কথা বলছি, তা সম্পূর্ণভাবে দেয়ালে খোদাই করে লেখা।
আর্কিটেকচার ও স্থাপত্যশৈলীর অভূতপূর্ব এই নিদর্শনের দেখা মিলবে মিসরের রাজধানী কায়রোতে। সেখানকার একটি মসজিদে ৮০০ মিলিয়ন মিসরীয় পাউন্ড খরচ করে এটি নির্মাণ করা হয়েছে।
এই মসজিদের অনন্য বৈশিষ্ট্যটি হলো- তার দেয়ালে কোরআনের একেকটি পারা খোদাই করা হয়েছে একেকটি স্বতন্ত্র কক্ষে। এভাবে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত বিন্যস্ত।
কায়রোর অসাধারণ ও নান্দনিক এই মসজিদের নাম