অন্যান্য
অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগে বাধ্য করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বড়োসড়ো শোডাউনের প্রস্তুতি চলছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগে বাধ্য করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বড়োসড়ো শোডাউনের প্রস্তুতি চলছে। সেই শোডাউন থেকেই সরকার পতনের চলমান এক দফার যুগপৎ আন্দোলনের লাগাতার কর্মসূচি আসতে পারে, যা পর্যায়ক্রমে চূড়ান্ত আন্দোলনে রূপ নেবে। আর এ পথ ধরেই আগামী অক্টোবরের মধ্যে আন্দোলনের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে মরিয়া দলটি। লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জোট শরিক এবং যুগপৎ আন্দোলনে মাঠে থাকা সরকারবিরোধী বিভিন্ন জোট ও সমমনাদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটের নেতারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে করেই হোক সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আগামী দুই মাসের মধ্যেই তারা কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে চান।
বিএনপির দলীয় একাধিক সূত্র জানিয়েছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ১ সেপ্টেম্বর ঢাকায় বড় শোডাউন করতে চায় বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীতে র