অন্যান্য
প্যারোলের চিঠি পেয়েও মায়ের জানাজায় থাকা হয়নি বিএনপির পিন্টুর
কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তির চিঠি পেয়েও মৃত মায়ের জানাজায় থাকতে পারেননি সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তাঁর ভাই যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই অভিযোগ করেন।

কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তির চিঠি পেয়েও মৃত মায়ের জানাজায় থাকতে পারেননি সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তাঁর ভাই যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই অভিযোগ করেন।
রবিবার (১৩ আগস্ট) জেলার গোপালপুর উপজেলার গুলিপেচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মায়ের জানাজার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টুকু। তাঁর ভাষ্য, মৃত মাকে শেষ দেখার জন্য প্যারোলে মুক্তির চিঠি মিললেও সরকার আমার বড় ভাই আব্দুস সালাম পিন্টুকে আসতে দেয়নি।
একদিন আল্লাহ এর বিচার করবেন। এই নির্যাতন-নিপীড়ন কখনোই ভালো পথ দেখায় না।
সরকারকে দায়ী করে টুকু বলেন,